সিজেকেএস-কোয়ালিটি আইসক্রীম আন্তঃস্কুল দাবা আগামীকাল শুরু

31

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কোয়ালিটি আইসক্রীম এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কোয়ালিটি আইসক্রীম আন্ত: স্কুল দাবা প্রতিযোগিতা-২০১৯ সকাল ১০ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হতে যাচ্ছে। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন সিএমপি অতিরিক্ত কমিশনার আমেনা বেগম (বিপিএম)। ৩ অক্টোবর সেনা কল্যান ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শেষ রাউন্ডের খেলা শেষে দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি থাকবেন ফিদে ইন্টারন্যাশনাল অর্গানাইজার ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি। এবারের প্রতিযোগিতায় মোট ২৫টি স্কুলের ৫২টি দল এবং ২৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। স্কুলসমূহ হলো : গ্রার্নার ইংলিশ স্কুল, হাজী মো: মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, সেন্ট প্লাসিসড উচ্চ বিদ্যালয়, আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম গ্রামার স্কুল (এন সি), অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, অপর্না চরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, শেরশাহ কলনী ড: মজহারুল হক হাই স্কুল, সানোয়ারা বয়েজ হাই স্কুল, ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল, প্রেসিডেন্সি স্কুল জুনিয়র, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, উপলদ্ধি, দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল, চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজ, আলকরন সুলতান আহমদ দেওয়ান সিটি কর্পোরেশন, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল, ইস্পাহানী পাবলিক স্কুল, ইন্টারন্যাশনাল হোপ স্কুল, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুল, প্রেসিডেন্সী স্কুল। এ প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর পর্যন্ত ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সিজেকেএস-কোয়ালিটি আইসক্রীম আন্ত: স্কুল দাবা প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা। চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান কোয়ালিটি আইসক্রীম বাজেটের সমুদয় টাকা পৃষ্ঠপোষকতা প্রদানের সম্মতি জ্ঞাপন করেছেন। তজ্জন্য স্পন্সর প্রতিষ্ঠান কোয়ালিটি আইসক্রীম এর ব্যবস্থাপনা পরিচালক ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সিজেকেএস-কোয়ালিটি আইসক্রীম আন্ত: স্কুল দাবা প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে গতকাল বিকেলে সিজেকেএস কন্ফঅরেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্যসম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমাদ ছিদ্দিকী, যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য আবদুল মালেক, সৈয়দ আব্দুল আহাদ, প্রকৌশলী এস এম তারেক, টিংকু বড়–য়া, মো. আলী কায়ছার, কামরুল ইসলাম প্রমুখ।