সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট রাইজিং স্টার ক্লাবের জয়ের হ্যাটট্রিক

12

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে ইস্পাহানি স্পোর্টস ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিল ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রাইজিং স্টার ক্লাব। তিন ম্যাচের তিনটিতে জিতে রাইজিং স্টার উঠে আসলো পয়েন্ট টেবিলের প্রথম সারিতে। অন্যদিকে, তিন খেলা শেষে এখনো জয়ের দেখা মেলেনি ইস্পাহানির। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ইস্পাহানিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাইজিং স্টার। ১২ রানে প্রথম উইকেট হারানো ইস্পাহানি নিয়মিত বিরতিতে উইকটে হারিয়ে ফেলায় নিজেদের ঝুঁলিতে বড় সংগ্রহ করতে পারেনি। ফলে ৫০ ওভার পুরো খেলে ইস্পাহানি একাদশ ৯ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করতে পারে। ছয় নম্বরে নামা মঈনুল ইসলাম সোহাইল ৮৭ বলে ৫ চার আর ১ ছয়ে অপরাজিত ৫৩ রান এবং উদ্বোধনী ব্যাটসম্যান রায়িদ আহমেদ ২৫, ওয়ান ডাউনে নামা তওসিফ ৩৫, চারে নামা অমিত হাসান ১৬ রান এবং আট নম্বরে নামা অধিনায়ক আমিনুর রহমানের ৩৭ রান দলের সংগ্রহে ভূমিকা রাখে। রাইজিং স্টার ক্লাবের পক্ষে আকিব ১০ ওভার বল করে ৩৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া আসাদুর রহমান মুনতাসির ৩০ রানে ২টি এবং ওমর ফারুক ৪৬ রানে নেন ২ উইকেট। জবাবে রাইজিং স্টার ক্লাব ২৯ রানের মাথায় হারায় ওপেনার আবিদ আলবিকে। এরপর দলীয় ৫২ রানের মাথায় বিদায় নেন অপর ওপেনার শহীদুল আলম সুমনও (২৬ রান)। এরপর রাইজিংকে আর কোন হোঁচট খেতে হয়নি। দলকে নির্বিঘ্নে জয়ের কিনারায় নিয়ে যান আসাদুর রহমান মুনতাসির ও হৃদয় ইসলাম। এ দুজন রাইজিংকে এনে দেন ৯৩ রানের ম্যাচজয়ী জুটি। আসাদ ৮৭ বলে ৯ চারের সাহায্যে ৬৫ রান করে বিদায় নিলেও ৭০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাঁর ইনিংসে ছিল এক হালি চার ও একটি ছয়ের মার। আসাদের বিদায়ের পর আর কোন উইকেট পড়ার সুযোগ দেননি ২৫ বলে ২৫ রানে অপরাজিত থাকা অভিজ্ঞ সেনানী রেজাউল করিম রাজিব। ইস্পাহানির পক্ষে জনি, রনি ও ইমরুল নেন উইকেট তিনটি। আজকের খেলা: ব্রাদার্স ইউনিয়ন বনাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি।