সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে এবাদতখানা উদ্বোধন

49

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের নিচ তলায় নির্মিত হয়েছে শীততাপ নিয়ন্ত্রীত এবাদত খানা। আজ মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৪ শত বর্গফুটের শীততাপ নিয়ন্ত্রীত এ এবাদতখানায় একই সাথে ২শত মুসল্লী নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্যও রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। এছাড়া আরো রয়েছে মুসল্লীদের জন্য ১০টি টয়লেট,৪টি প্রসাব খানা ও পর্যাপ্ত পরিমান ওযুর ব্যবস্থা। সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ১ম তলা থেকে ৫ম তলা পর্যন্ত আধুনিকায়নের কাজ এবং ৬ষ্ঠ থেকে ১১ তলা পর্যন্ত বিশ্ব ব্যাংকের অর্থায়নে আইটি পার্ক নির্মাণকাজ চলাকালীন পর্যন্ত দোকানমালিক,কর্মচারী ও ক্রেতা সাধারনের নামাজের সুবিধার্থে এ অস্থায়ী এবাদতখানা নির্মিাণ করা হয়। পরবর্তীতে মার্কেটের নির্মাণকাজ শেষ হলে ৬ষ্ঠ তলায় শীততাপ নিয়ন্ত্রীত স্থায়ীভাবে এবাদত খানা নির্মাণ করা হবে। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র দোকানমালিক,কর্মচারী ও ক্রেতা সাধারনের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে মার্কেটের আধুনিকায়নের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।এসময় কাউন্সিলর আবদুল কাদের, এইচ এম সোহেল, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক সিমিতির সভাপতি রফিক মিয়া, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. নাজিম উদ্দিন,চসিক তত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান ও রেজাউল বারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি