সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন ভেঙে জেল মার্কিন পাইলটের

23

করোনার কারণে বাধ্যতামূলক লকডাউন চলছে সিঙ্গাপুরে। সেই লকডাউন ভাঙায় এক মার্কিন পাইলটকে কারাদন্ড দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। চার সপ্তাহের কারাদÐ দেয়া হয়েছে তাকে। খবর বার্তা সংস্থা এপির। গত মাসের শুরুতে ফেডএক্স এর ওই পাইলট অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যান।
এরপর তাকে বিমানবন্দরের একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু সে নির্দেশ মানেননি তিনি। কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি ট্রেনে করে শহরের কয়েকটি দোকানে কেনাকাটা করেছেন। যার ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। সিঙ্গাপুরের প্রতিরক্ষা আইনজীবী রনি টান জানিয়েছেন, আলাস্কার ৪৪ বছর বয়সী ফেডেক্স পাইলট ব্রায়ান ডুগান ইয়ারগানকে বুধবার চার সপ্তাহের কারাদন্ড দেওয়া হয়েছে।