সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের সাথে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দের বৈঠক

91

ইসলামিক ফ্রন্ট মহানগর নেতৃবৃন্দের সাথে গত ২১ অক্টোবর মহানবী (দ.) এর শানে কটুক্তিকারীর বিচার দাবীতে ভোলায় ইসলামপ্রিয় জনতার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে পুলিশের গুলিতে ৪জন নবী প্রেমিককে হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রামের পুলিশ কমিশনার গতকালের নৃশংস এ ঘটনাকে সম্পূর্ণ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন। এধরনের অবাঞ্চিত ঘটনা কখনও কারও নিকট কাম্য নয় বলে মন্তব্য করে তিনি এ দু:খজনক ঘটনার সুষ্ঠু ও যথাযথ বিচারে ইতোমধ্যে সরকার কর্তৃক গৃহীত বিবিধ পদক্ষেপের কথা তুলে ধরেন। সরকারের উচ্চ মহল এ নিয়ে সক্রিয় ও জোর তৎপরতা অব্যাহত রেখেছে। পাশাপাশি এ ঘটনার সাথে শুধু পুলিশ নয়, যারই সংশ্লিষ্টতা থাকুক না কেন কোন অবস্থাতেই কেউই পার পাবে না বলে তিনি আশ্বাস প্রদান করেন। ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, ভোলায় সংঘটিত এ নির্মম বর্বরতা তাবৎ দেশের নবী প্রেমিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোন মুসলমানই নবীর শানে কটুক্তি কখনও বরদাশত করতে পারে না। তাই এক্ষেত্রে কোনপ্রকার তালবাহানা ও দীর্ঘসূত্রিতা দৃশ্যমান হলে কোনভাবেই শুভ ফল বয়ে আনবে না বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন। পরিশেষে শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা আহুত আজকের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ এইচএম মুজিবুল হক শুক্কুর, সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান মান্না, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নেজামী, নগর ইসলামিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক আলহাজ এম ওয়াহেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা হাফেজ নাছির উদ্দীন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মালেক আশরাফী, ইসলামী ছাত্রসেনা নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উদ্দীন, ইজকাতুর আনোয়ার যাহিব, মুহাম্মদ শিহাব উদ্দীন, সাইফুল ইসলাম আরমান ও মোহাম্মদ আব্দুর রহীম প্রমুখ। বিজ্ঞপ্তি