সিএমপির ৪ পদে রদবদল

27

নগর পুলিশের এক অতিরিক্ত কমিশনার ও তিন উপ-কমিশনার পদে কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। এর মধ্যে ৯ ডিসেম্বর অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত শ্যামল কুমার নাথকে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান)- এর দায়িত্ব দেয়া হয়েছে। পদোন্নতির আগে তিনি সিএমপির উপ-কমিশনার (সদর)- এর দায়িত্বে ছিলেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর তিন অতিরিক্ত কমিশনার পদে পৃথক কর্মকর্তার পদায়ন নিশ্চিত হল। বাকি দুটি পদের মধ্যে আমেনা বেগম (প্রশাসন ও অর্থ) এবং এস এম মোস্তাক আহমেদ খান (ট্রাফিক) দায়িত্ব পালন করছে গতকাল বৃহস্পতিবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান পৃথক আদেশে উপ-কমিশনারের তিনটি পদেও কর্মকর্তাদের রদবদল করার কথা জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।
তিনি জানান, সিএমপির ট্রাফিক বিভাগের উত্তরাঞ্চলের দায়িত্বে থাকা উপ-কমিশনার আমির জাফরকে উপ-কমিশনার (সদর) করে উপ-কমিশনার (কাউন্টার টেররিজম) মোহাম্মদ শহীদুল্লাহকে ট্রাফিক বিভাগের উত্তরাঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, উপ-কমিশনার (পিওএম-বন্দর) হাসান মো. শওকত আলীকে সেখান থেকে সরিয়ে কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্ব দেয়া হয়েছে।