সিএমপি’র মাস্ক বিতরণ শুরু

20

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, মাস্কবিহীন যাত্রীদের গাড়িতে উঠানো যাবে না। করোনা প্রতিরোধে সকল যাত্রীর মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। তা নাহলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। তিনি গতকাল সকালে জিইসি মোড়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন। পরে তিনি গণপরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
কর্মসূচির আওতায় গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে নগরীর পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিএমপি কমিশনার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে যাতায়াতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, অসুস্থ অবস্থায় ভ্রমণে নিরুৎসাহিত করার পদক্ষেপ নেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
সিএমপি কমিশনার বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের জীবন ব্যবস্থায় মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে। ব্যাপকতা প্রথম বারের চেয়েও অনেক বেশি হতে পারে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আশপাশের সবাইকে সচেতন করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গণপরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।