সিইএসসি’র বার্ষিক পুরস্কার বিতরণ

55

নগরীর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ২ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭টায় সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন জসিম হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম সৈয়দা তৌহিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এস এম মতিউর রহমান। সিইএসসির অধ্যক্ষ লে. কর্নেল কে এম হাসানুল হকের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি একাডেমিক ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে ৫৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিইএসসির পরিচালনা পরিষদের সভাপতি কর্নেল নাজিম উদ দৌলা, বেগম নাজিম উদ দৌলা, বেগম হাসানুল হক, উপাধ্যক্ষ (কলেজ) ফারুক আজম সিদ্দীকি, উপাধ্যক্ষ (স্কুল) উম্মে সাদাত আফরোজা খানম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছড়াগান, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সচেতনতামূলক নাটিকা, নৃত্য, পুঁথিপাঠের আসর, দেশাত্মবোধক গান ও নৃত্য, লোকনৃত্য, মডার্ন ড্যান্স, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নাটিকা, ব্যান্ড সংগীত। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি এস এম মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পুঁথিগত বিদ্যা দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকল ভাল গুণের সমন্বয়ে একজন শিক্ষার্থীকে নিজেকে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়েও পারদর্শী হতে হবে। তিনি মুজিব শতবর্ষের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার আহŸান জানান। বিজ্ঞপ্তি