সিআরবিতে শিশু কিশোর মেলার পিঠা উৎসব

52

উৎসাহ উদ্দীপনা নিয়ে গতকাল শুক্রবার সিআরবিতে শিশু কিশোর মেলা চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শিশু কিশোর মেলার সদস্য সংগঠক ও শুভানুধ্যায়ীরা উৎসবস্থলে ভিড় করতে থাকে। উৎসবে ভাপা, চিতই, পাটিসাপটা, সাঁজের পিঠা সহ নানান রকমের পিঠাপুলির আয়োজন করা হয়। পাশাপাশি ছিল শিশু কিশোর মেলার ছোট্ট বন্ধুদের গান, কবিতা, খেলাধুলা ইত্যাদি। উৎসবের শেষ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার উপদেষ্টা ডা. সুশান্ত বড়ুয়া, এডভোকেট বিশুময় দে, শিশু কিশোর মেলার স¤পাদক তাজ নাহার রিপন, কেন্দ্রীয় সংগঠক আরিফ মঈনুদ্দিন ও নগর সংগঠক এ্যানি চৌধুরী। বক্তারা বলেন, আজকের অস্থির সময়ে শিশু কিশোরদের নিয়ে এ ধরনের আয়োজন খুব প্রয়োজন। প্রাণবন্ত শৈশব ও দূরন্ত কৈশোর হারিয়ে গিয়ে তার জায়গায় এখন অপসংস্কৃতি, গ্যাং কালচার ইত্যাদি প্রভাব ফেলছে। এর থেকে মুক্তি পেতে হলে সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিশু কিশোর মেলা নানা আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক মুশফিক উদ্দিন ওয়াসি। গান ও খেলাধুলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। খবর বিজ্ঞপ্তির