সিআইইউর গতিশীলতায় প্রশাসনিক কর্মকর্তাদের দায়বদ্ধতা প্রশংসনীয়

38

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আগের চেয়ে অনেক বেশি গতিশীল মন্তব্য করে উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, চট্টগ্রামে প্রচলিত ধারার উচ্চশিক্ষার বাইরে গুণগত ও মানসম্পন্ন নতুন ধরণের শিক্ষার উদয়ন ঘটাতে এই বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। তিনি গতকাল বুধবার দুপুরে নগরের জামালখানের সিআইইউর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এই সময় বিশ^বিদ্যালয়ের সবকটি বিভাগ, দপ্তর ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জুনিয়র শাখার কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার ভারপ্রাপ্ত পরিচালক সালমা বেগম (এফসিএ), সিআইটিএস শাখার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান প্রমুখ। গুণগত মান, যুগোপযুগী সিলেবাস আর সময়ের আগে একধাপ এগিয়ে থাকার কারণে তরুণ-তরুণীদের পছন্দের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী এই ইউনিভার্সিটির উপাচার্য পদে দায়িত্ব নিয়ে ইতিমধ্যে শিক্ষামহলে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। চট্টগ্রামের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিকপরিমন্ডলে তুলে ধরা, শিক্ষার্থীদের জন্য কর্মমুখী সিলেবাস প্রণয়ন, শিক্ষকতা পেশার মান্নোনয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি, বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও সিআইইউর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে তার নানামুখী পরিকল্পনা এই বিশ^বিদ্যালয়কে সবার কাছে নতুনভাবে তুলে ধরেছে। বিজ্ঞপ্তি