সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

2

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ “মুজিববর্ষ”, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী তথা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘শতবর্ষের বঙ্গবন্ধু এবং পঞ্চাশে প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধু মেধা শিক্ষাবৃত্তি প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আশীষ সেন, লায়ন্স ক্লাব চিটাগাং রোদসীর সাবেক সভাপতি লায়ন সুজিত কুমার দাশ, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, নাট্যজন সজল চৌধুরী, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম. এ. সবুর, মুক্তিযোদ্ধা এস. এম. লিয়াকত হোসেন, কবি সঞ্চয় কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি সজল দাশ, পলাশ দাশ, ছাত্রনেতা এম, মঞ্জুর আলম, সুমন চৌধুরী, সাফাত উল্লাহ, মোহাম্মদ মাহাবুবুল হক, হৃদয় দে, নিলয় দে প্রমুখ। মোঃ হোসেন মধুর পরিচালনায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সঙ্গীতশিল্পী সুকুমার দে, অচিন্ত্য কুমার দাশ সঙ্গীতা চৌধুরী, সৃজন কান্তি পাল, বেবি মজুমদার, কাকলী দাশ গুপ্ত, হানিফ চৌধুরী, শিউলী আকতার, আলপনা রাণী চৌধুরী, দিলীপ সেনগুপ্ত, হারাধন নাহা বাসু, কল্লোল আচার্য্য, সঙ্গীতশিল্পী সুপ্রিয়া শীল, দ্রæব বড়ুয়া, বৃষ্টি চৌধুরী, প্রজ্ঞা শীল, মীম ভট্টাচার্য, পূজা চৌধুরী, সুদিপ্তা বিশ্বাস, ঐন্দিলা নাগ, অনুরাক্ষী বড়ুয়া, শ্রাবণী বড়ুয়া, লাবণী বড়ুয়া, বিন্তা দাশ, শ্রেয়া ধর, নদী ধর, বিজয়া ভট্টাচার্য, অন্বেষা, শুভ চৌধুরী, বিপুল বণিক, পপি বড়ুয়া, শ্রাবণ দে, নৃত্যশিল্পী এমি দাশ, অনুশ্রী মহাজন পুর্ণা, প্রিয়া দাশ, নিশা দে, নিবৃত্তি নাথ, আবৃত্তিতে আইরা ইসলাম ইকরা, প্রমুখ। দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মধু ক্লাসিক ড্যান্সার। অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু মেধা শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মুজিববর্ষ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী তথা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী প্রজন্ম হিসেবে আমাদের অহংকার আর গর্বের। দেশের এহেন গৌরবময় সময় সত্যিই আনন্দের। পঞ্চাশে দেশের উন্নয়ন সমৃদ্ধি আজ অনেকদূর এগিয়ে। দেশ আজ বিশ্ব সভায় স্বমহিমায় সমুজ্জ্বল। বিজ্ঞপ্তি