সারেন্ডারকে ‘স্যালেন্ডার’ বলে ধরা

51

বিচারক পরিচয় দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের খাস কামরায় গিয়ে মামলার ‘তদ্বিরে’ সারেন্ডারকে ‘স্যালেন্ডার’ বলে ধরা পড়েছেন একজন প্রতারক। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. জাহিদুল কবিরের খাস কামরায় এ ঘটনা ঘটে।
মো. জুয়েল রানা নামের ওই ব্যক্তিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সিএমএম আদালতের নাজির সাকিলুর রহমান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, জুয়েল রানা নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে সিএমএমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন।
ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ায় মুখ্য মহানগর হাকিম তাকে খাস কামরায় সাক্ষাৎ দেন। সাক্ষাতের সময় তিনি নিজেকে ১২তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় নিয়োগের সুপারিশপ্রাপ্ত বলে পরিচয় দেন। এক পর্যায়ে তিনি একটি মামলার একজন আসামির জামিনের বিষয়ে কথা বলতে শুরু করেন।
সেখানে ওই ব্যক্তি ‘সারেন্ডারের’ জায়গায় ভুল ইংরেজি শব্দ ‘স্যালেন্ডার’ ব্যবহার করেন। তাতে সিএমএম জাহিদুল কবিরের সন্দেহ হয়। তখন তিনি তার কাছে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন জানতে চাইলে জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন।
এরপর ১২তম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার রোল জানতে চাইলে তিনি পকেট থেকে ওই পরীক্ষার একটি প্রবেশপত্র বের করে দেন। সেখানে রোল নম্বর ছিল ৮২০৩। তখন যাচাই করে দেখা যায়, ওই রোল নম্বরের পরীক্ষার্থীর অন্য নাম।
পরে জেরার এক পর্যায়ে জুয়েল স্বীকার করেন, প্রতারণার জন্যই আব্দুল্লাহ আল নোমান নামে একজনের রোল নম্বর ব্যবহার করে সেখানে নিজের নাম, বাবার নাম ও ঠিকানা বসিয়ে ব্যবহার করছেন তিনি।
এরপর তাকে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সিএমএম আদালত।
জুয়েল টাঙ্গাইল জেলার সদর থানার বিশাদ বেটকা মুন্সীপাড়ার আব্দুর রউফের ছেলে বলে সাকিলুর জানিয়েছেন।