সারাদেশে ১১ হাজার সাধারণ ও ২শ আইসিইউ বেড খালি

31

সারাদেশে সরকারি-বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে সাধারণ শয্যা আছে ১৪ হাজার ৪৪৯টি এবং আইসিইউ শয্যা আছে ৩৯৪টি। এর মধ্যে সাধারণ বেডে ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ১৭৬ জন, আইসিইউ বেডে ভর্তি আছেন ১৯৪ জন। এই হিসাবে সারা দেশে ১০ হাজার ৭৭৯টি বেড এবং ২০০ আইসিইউ খালি আছে। গতকাল বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকা শহরে হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা রয়েছে ৬ হাজার ৩০৫টি। সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী রয়েছে ২ হাজার ২১৩ জন। শয্যা খালি আছে চার হাজার ৯২টি। আর ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা ১৪২টি, ভর্তি আছে ১০২ জন, খালি আছে ৪০টি। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে শয্যা ৬৫৭টি, ভর্তি আছে ৩১৪ জন, খালি আছে ৩৪৩টি। আর চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা ৩৯টি, ভর্তি আছে ২০ জন, খালি আছে ১৯টি। ডা. নাসিমা সুলতানা আরও জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ৪৪৫ জন, ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬৩৯ জন। প্রতিষ্ঠানটি বলছে, আইসিইউ বেড খালি থাকলেও চিকিৎসাগত কারণে এক বিভাগের রোগীকে অন্য বিভাগের আইসিইউতে চিকিৎসা দেওয়া যায় না। যার কারণে অনেক বিভাগে আইসিইউ বেড খালি থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা প্রত্যেক বিভাগ অনুযায়ী ভাগ করা আছে। যেমন- মেডিসিন বিভাগ, সার্জারি ও গাইনি বিভাগের জন্য এবং অন্যান্য বিভাগের জন্য। অনেক সময় মেডিসিন বিভাগের রোগী বেশি থাকলেও অন্যান্য বিভাগে যেমন সার্জারি ও গাইনি বিভাগের আইসিইউ খালি থাকলেও সেখানে দেওয়া যায় না। কারণ সার্জারি এবং গাইনি বিভাগের রোগীদের জন্য যে আইসিইউ ব্যবস্থা, সেখানে অনেক সময় অপারেশনের রোগী থাকে, সেজন্য মেডিসিন আইসিইউ বিভাগের চাহিদা থাকলেও গাইনি এবং সার্জারি বিভাগের আইসিইউ খালি থাকলেও চিকিৎসাগত কারণে রোগী দেওয়া যায় না।