সামাজিক সংগঠন ‘এগিয়ে চলো’র জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

41

ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান! এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১ জানুয়ারি শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলোর ভ্রাম্যমান ক্যাম্পে ৬ – ১১মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ – ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সংগঠনের সদস্য মো: ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ভিটামিন এ প্লাক খাওয়ানোর মাধ্যমে ভ্রাম্যমান ক্যাম্পের উদ্বোদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এগিয়ে চলো চট্টগ্রাম টিমের উপদেষ্টা মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, ইছামতিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহিদ হাসান (মাছুম), জায়েদ হোসেন রিদয়, মো. এনামুল হক, রাকিব হোসেন প্রমুখ। ক্যাম্পে ১৪৫টি লাল ভিটামিন ও ৩৫টি নিল মোট ১৮০ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। বিজ্ঞপ্তি