সামাজিক দূরত্বের নিয়ম আরও কঠোর করছে অস্ট্রেলিয়া

30

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। লোকজনকে স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রাখা অর্থাৎ সেলফ আইসোলেশনের পরামর্শ দেওয়া হচ্ছে। ২৮ মার্চ শনিবার এসব বিষয়ে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক দূরত্ব বজায় না রাখলে অর্থাৎ লোকজন নিজ নিজ বাড়িতে অবস্থান না করলে জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া পর্যটকদের জন্য সৈকতগুলোও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।