সামাজিক অবক্ষয়রোধে সবাইকে এগিয়ে আসতে হবে

37

বর্তমান সমাজের চলমান অবক্ষয়রোধে ধর্মীয় অমিয় বাণী নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। গীতার মানবতাবাদী বাণী বর্তমান প্রজন্মের মাঝে যথাযথভাবে প্রচার করা গেলে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক চলমান অশান্তিগুলো দূর করা সম্ভব হবে।
সনাতনী সম্প্রদায়ের সবাইকে নিজ নিজ নিজ সন্তানদের গীতার শিক্ষায় শিক্ষিত করতে হবে। একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয়মুক্ত রাখতে। গত ১৯ জুলাই বিকাল ৫ টায় ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ গীতা শিক্ষা নিকেতনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী উপরোক্ত কথা বলেন। এনায়েত বাজার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম চত্বরে সংগঠনের প্রশিক্ষক অলক গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন মহানগর বাগিশিক উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন নগর বাগিশিক উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন নগর বাগিশিক উপদেষ্ঠা প্রকৌশলী আশুতোষ দাশ। অতিথি ছিলেন বাগিশিক নগর পৃষ্ঠপোষক তপন কান্তি রায়। সভাপতি প্রদুৎ বিশ্বাস, সহ-সভাপতি অশীষ কুমার পাঠক, সহ-সভাপতি শান্ত দাশ গুপ্ত, নগর জাপা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, বাগিশিক সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, স্বরূপ দেব নাথ, বাসুদেব আইচ, বিশ্বনাথ ঘোষ, আদিত্য দে পুলক, সোনিয়া মহাজন প্রমুখ। সভা শেষে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি