সাবেক সিটি মেয়র মনজুর আলমের শীতবস্ত্র বিতরণ

57

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর সৌজন্যে গতকাল সকাল ১০টায় উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ চত্বরে ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইভাবে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড এবং পাহাড়তলী মাদার তেরেসা জ্যোতিনিবাসে দুঃস্থ অসহায়দের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি বলেন, ‘উত্তরে বাতাসের কনকনে শীতে অসহায় দুঃস্থ মানুষদের কষ্টের শেষ থাকে না। দারিদ্রতার কারণে দুঃস্থ অসহায়দের হিমশিম খেতে হয়। ষড়ঋতুর অন্যতম ঋতু শীত কারো জন্য আশীর্বাদ ও উপভোগ্য হলেও সমাজের কিছু মানুষদের জন্য এটি মোকাবেলা করা খুবই দুস্কর। প্রতি বছরের মত এই বছরও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর সৌজন্যে এই আয়োজন। সমাজের বিত্তবানরা অসহায়দের কল্যাণে এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্রতা দূরিবভুত হয়ে যাবে।’ এছাড়াও বড়দিন উপলক্ষে সাবেক মেয়র খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ বাদশা আলম, মোস্তফা-হাকিম কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, আকবরশাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আহাম্মদ, সমাজ সেবক মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইমন, মাদার তেরেসা জ্যোতি নিবাস এর কর্মকর্তা কর্মাচারীবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবর্গ প্রমুখ। বিজ্ঞপ্তি