সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন উদযাপিত

63

 

মোবাশ্বিরা ফাউন্ডেশন : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মেয়র চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন চৌধুরী’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
গত ১ ডিসেম্বর নগরীর চশমাহিলস্থ জামে মসজিদে খতমে কোরান, মিলাদ ও কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় আওয়ামী যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী একেবারে তৃণমূল থেকে উঠে এসে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান গড়ে তুলেছিলেন। যে কোনো কঠিন সময়ে তিনি চট্টগ্রামবাসীর পক্ষে দাঁড়াতেন। মানুষের ভালোবাসাই মহিউদ্দিন চৌধুরীকে ‘গণমানুষের নেতায়’ পরিণত করে। এ সময় উপস্থিত ছিলেন, এম ই এস কলেজের সাবেক ভিপি-ইউনুছ, ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বাস্তুহারা লীগ নেতা মো. জানে আলম,পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবলীগ নেতা এস এম এ কায়েস, মো. আজগর, নুর মোহাম্মদ, পারভেজ হোসেন, মিটু চৌধুরী, আসাদ রুবেল, মো. জাহাঙ্গীর, হাসান জাহেদ, আবদুল্লাহ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম তাসিন, সজীব, সাকিব, সাগর, অনিক, সুমন, সাইফু, রিদয়, হান্নান, মোস্তফা প্রমূখ।
মহানগর বঙ্গবন্ধু য্বু পরিষদ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সফল সভাপতি, চট্টল বীর, আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্দ্যোগে সংগঠনের কার্যালয়ে মহিউদ্দিন চৌধুরী’র জন্মদিনের কেক কাটছেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু য্বু পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু য্বু পরিষদের যুগ্ম আহবায়ক আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল, মো: জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ, তারেক হাসান টুটুল, মো: জাহাঙ্গীর বেগ, শেখ সাইমুন হাসান মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য ওবায়দুল হাসনাইন আলভী, মোহাম্মদ লাভল, মোহাম্মদ ইফ্তি, আব্দুল্লাহ আল মুকিত, আজিজুল ইসলাম তুষার, মোহাম্মদ রাহি, শিফাত রায়হান, মোহাম্মদ আকাশ প্রমুখ। বিজ্ঞপ্তি