সাবেক ছাত্রনেতা বাচ্চু’র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

17

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা বাচ্চু’র ৩৪ তম মৃত্যুবার্ষকী উপলক্ষে গত ২ ডিসেম্বর সকালে কাপাসগোলাস্থ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ৮০ দশকের ছাত্রলীগ নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খাঁন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্র-সংসদের সাবেক ভিপি জাফর আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ হান্নান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জমিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, চকবাজার থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক রমজু, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নোমান চৌধুরী, সাবেক ছাত্রনেতা সরওয়ার জাহান চৌধুরী, জুবায়ের হোসেন, এ কে এম আনিসুজ্জামান, মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরাম হোসেন, আবুল খায়ের বাচ্চু, আকবর হোসেন, নুরুল হুদা বাচা, নোয়াপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম রহমান, মোজাম্মেল হক চৌধুরী, মুজিব ইমরান বিপ্লব প্রমুখ। কবর জেয়ারত ও পুষ্পমাল্য শেষে মোনাজাত পরিচালনা করেন মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের বাচ্চু, নেতৃবৃন্দরা বলেন ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যার পর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগকে সুসংগঠিত স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা-মৌলবাদ বিরোধী আন্দোলনসহ গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির জন্য গোলাম মোস্তফা বাচ্চু’র অবদান অপরিসীম। আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে নগরীর কাপাসগোলা সড়কটি গোলাম মোস্তফা বাচ্চু’র নামকরণের দাবি জানান। বিজ্ঞপ্তি