সাফল্য অর্জনে অন্তরের অমৃত সম্ভাবনাকে জাগ্রত করতে হবে

78

প্রত্যেক শিক্ষার্থীই একটি সুন্দর আলোকিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়। আর প্রত্যেকের অন্তরে লুকায়িত থাকে অফুরন্ত সম্ভাবনা। অন্তরের ভেতরে লুকায়িত এই অমৃত সম্ভাবনাকে জাগ্রত করে সেই স্বপ্নের পথে হতে হয় আগুয়ান। মঙ্গলবার দুপুর ২টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব-এর উদ্যোগে এবং বাংলালিংক এর সহায়তায় বাংলালিংক ইনোভেটর ৩.০ প্রোগ্রাম-এ প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার এসব কথা বলেন।
প্রধান অতিথি সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এ ধরণের প্রোগ্রাম আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় মেধাবী শিক্ষার্থীরা অত্যন্ত সম্ভাবনাময়। সাফল্যের শীর্ষে পৌঁছাতে হলে প্রয়োজন লক্ষ্যে অবিচল থেকে সময়ের প্রতি নিষ্ঠাবান হয়ে সঠিক পথে পরিচালিত হওয়া। আর এই জন্যে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এই দিক নির্দেশনার কাজটি করছে অত্যন্ত সুন্দর ও সূচারূভাবে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি ক্যারিয়ার ক্লাব আয়োজিত প্রোগ্রামের সার্বিক সাফল্য কামনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান, চবি ক্যারিয়ার ক্লাবের মডারেটর অন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আফজালুর রহমান, বাংলালিংক এর হেড অব সিকিউরিটি আবু সালেহ মোহাম্মদ নেয়ামতউল্লাহ, টেলেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট সাদমান সাকিব শোভন এবং স্ট্রেটেজিক এসিসটেন্ট পার্বন আচার্য্য। ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান পাভেলের সার্বিক তত্ত্বাবধানে এবং আবদুল্লাহ আল হাসান ও সামিয়া তাসনিম এর পরিচালনায় অনুষ্ঠানে উক্ত ক্লাবের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি