সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী

270

নাচে-গানে-আনন্দ-উচ্ছ্বাসে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। এসএসসি ২০০২ থেকে ২০১৯ পর্যন্ত ১৮টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, সব জীব-জন্তুর মধ্যে বুদ্ধি থাকলেও মানুষের মেধা-বুদ্ধি-শক্তি অসীম। তাই মানুষ উত্তর কিংবা দক্ষিণ মেরুতে স্বাচ্ছন্দে অবস্থান করে। মেরু পরিবেশ ছাড়া মেরুবাসিকে অন্য আলো-বাতাস কিংবা আরামপ্রদ আবাস মুগ্ধ করতে পারে না। সাধারণের কাছে উত্তর-দক্ষিণ মেরু যতই দুর্গম কিংবা আবাস অযোগ্য হোক না কেন, এর প্রতি মেরুবাসির নাড়ির আকর্ষণ প্রবল থাকবেই। এ বিদ্যালয়ের প্রাক্তনরা নাড়ির টানে আবার ছুটে এসেছে, এভাবে বার বার ফিরে আসবে। যেখানেই যাই, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করে। যখন দেখি পৃথিবীর সর্বত্র আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছড়িয়ে আছে, তখন আমার হৃদয় আনন্দে ভরে উঠে। এটাই আমার তৃপ্তি। প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম বিএসসির সহধর্মিনী সানোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন নুশিস চেয়ারম্যান মুজিবুর রহমান, বিদ্যালয়ের সভাপতি জাহেদুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য শাকিলা জাহান, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাজমুল হক নজু, প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল মনছুর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি শফিকুল হাসান আজাদ। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন সাবেক ছাত্র মো. মোরশেদ আলম ও মো. জানে আলম। বিজ্ঞপ্তি