সাধারণ মানুষ ন্যায় বিচার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে

55

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে মানুষকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের উন্নয়নে ও ন্যায় কাজ করতে গিয়ে যদি জেলও কাটতে হয় তা কিন্তু কষ্টের নয়। আইন কানুন সব কিছুই মানুষের কল্যাণের জন্য। এটা সকলকে বুজতে হবে। তাই সাধারণ মানুষ যেন কোনরকম ন্যায় বিচার বঞ্চিত না হয় তা খেয়াল রাখতে হবে। তিনি গত রবিবার রাউজান উপজেলা পরিষদের আইন শৃংখলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। আইন শৃংখলা বিষয়ক সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, আবদুর রহমান চৌধুরী, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরোয়ার্দী সিকদার, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নুরুল আবছার বাশি, সুকুমার বড়–য়া, বিএম জসিম উদ্দিন, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া মেম্বার, কাউন্সিলর আলমগীর আলী, এড. সমীর দাশগুপ্ত, জানে আলম, আজাদ হোসেন, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, জান্নাতুল ফেরদৌস, জেবুন্নেছা, নাছিমা আকতার, লাকী চৌধুরী, শাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার শামসুল আলম চৌধুরী, সরকারি কর্মকর্তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, এসআই সাইমুল ইসলাম ইভান, স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, মুজিবুর রহমান, সাবেক উপজেলা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন প্রমুখ।