সাদার্ন ইউনিভার্সিটিতে স্নাতক গণিত অলিম্পিয়াড

41

সাদার্ন ইউনিভার্সিটির আয়োজনে ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯ (বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল) শুক্রবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর সবার অংশগ্রহণে অলিম্পিয়াড র‌্যালি ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, প্রফেসর ড. ইসরাত জাহান, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত প্রতিনিধিবৃন্দ।
চট্টগ্রামে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে আয়োজক মনোনীত করে বাংলাদেশ গণিত সমিতি এবং এএফএম মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিযোগিতায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩২জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নামকরা ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগীতায় প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুল ইসলাম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন চুয়েটের মুজেবুর রহমান মারুফ ও নাজমুল হাসান। এছাড়াও নির্বাচিত হয়েছেন চবির তানিয়া আকতার, ইয়াসিন আরাফাত ও রুবেল হোসেন, চুয়েটের আরাফাত খন্দকার ও সুব্রত ভট্টচার্য, প্রিমিয়ারের সুমাইয়া ইয়াসমিন এবং আইআইইউসি’র সাওদ মাহমুদ। বিজয়ী ১০জন ঢাকার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি