সাতকানিয়া মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

53

নারী শিক্ষার অগ্রগতি হলে দেশের অগ্রগতি হবে। কারণ অর্ধেকের অধিক নারী অশিক্ষার আধাঁরে নিমজ্জিত থাকলে বাংলাদেশ অনুন্নতই থাকবে। গত ২০ জানুয়ারি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী এইচ.এস.সি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি প্রফেসর ড. আবুরেজা মোহাম্মদ নদভীর সহায়তায় কলেজে আড়াই কোটি ব্যয়ে চারতলা ভবন নির্মাণের কাজ সমাপ্ত হতে চলেছে। জেলা পরিষদ থেকে প্রাপ্ত দুই লক্ষা টাকা ব্যয়ে শহিদ মিনারের কাজও সমাপ্তির পথে। জমি ক্রয় করা হয়েছে নতুন ভবনের জন্য। স্বল্প সময়ে কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার নারী শিক্ষার অগ্রগতির জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রীরা মনোযোগ সহকারে পড়ালেখা করে এইচ.এস.সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের মাধ্যমে সুনাম বৃদ্ধি করলে কলেজের উন্নয়ন করা সহজতর হবে। অভিভাবকদেরও মেয়েদের পড়ালেখার প্রতি সচেতন থাকতে হবে। অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপত্বি করেন অধ্যাপক ফরিদ আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইছহাক, মোহাম্মদ ইদ্রিছ মিয়া, আবুল কাসেম চৌধুরী, অনুদাশ ও আলহাজ আহমদ হোছাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, এম নুরুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি