সাতকানিয়া থানায় ওপেন হাউজ ডে পুলিশি হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা : ওসি

96

পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, জিডি কিংবা মামলা করতে টাকা লাগেনা। আপনি থানা পুলিশের কাছে বিভিন্ন বিষয়ে সেবা নেওয়ার জন্য এসেও সেবা পাননি, হয়রানির শিকার হয়েছেন। তাহলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থানা পুলিশের পক্ষ থেকে থানা কম্পাউন্ডে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মো. শফিউল কবীর এসব কথা বলেছেন। থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চরতীর চেয়ারম্যান ডা. রেজাউল করিম, সাংবাদিক সৈয়দ মাহফুজুন্নবী খোকন,শহীদুল ইসলাম বাবর,জাহাঙ্গীর আলম ও মামুন মোহাম্মদ। এছাড়াও এ অনুষ্ঠানে আমিলাইষের চেয়ারম্যান এইচ এম হানিফ, সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মোহাম্মদ হারুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনাকানিয়ার ইউপির মেম্বার মোহাম্মদ আইয়ুব জমাদার বলেন, আমরা এলাকার বিভিন্ন অপরাধ কর্ম নিয়ে পুলিশের অপরাধীর নাম উল্লেখ করে অভিযোগ দিলে সেটি অপরাধীরা খবর পেয়ে যায়। উল্টো আমাদেরকে হুমকি ধমকির সম্মুখীন হতে হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। এরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে। কৃষকের জমির মাটি গভীর করে কেটে নিয়ে যাচ্ছে। তাদের গড ফাদার রয়েছে। এ গড ফাদারদেরও ধরতে হবে। এসবের জবাবে থানার ওসি বলেন, কোন অপরাধীর তথ্য যদি কোন পুলিশ সদস্যকে দিয়ে থাকেন তাহলে তথ্য দাতার নাম গোপন রাখা হবে। যদি কোন তথ্যদাতার নাম পুলিশ অপরাধীর কাছে বলে দেয় তাহলে ঐ পুলিশের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এলাকায় এখন আগের মত কিশোর গ্যাং নেই। গড ফাদার আর ইয়াবা ব্যবসায়ীদের তালিকা গোপনে তাকে দেওয়ার জন্য মেম্বার আব্দুল মান্নানকে অনুরোধ করেন তিনি।