সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ

10

কালোপতাকা দেখানোর কথা বলে বিএনপি জনগণকে অপমান করেছে
১৯৭৮, ১৯৮১, ১৯৯৬ এর ১৫ ফেব্রæয়ারিতে নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করে বিএনপি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অথচ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি নানারকম বিভ্রান্তি ছড়িয়ে দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তাদের ধারাবাহিকভাবে এদেশবাসী লালকার্ড দেখিয়েই যাবে। গত ৩০ জানুয়ারি বিকেলে কেরানি হাটে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। মাস্টার মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা সহ-সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি- মৃদুল কান্তি দাস, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক অ্যাডভোকেট শাহদাত হোসেন চৌধুরী শাহরিয়ার, শফিকুল ইসলাম তৌহিদ, ওসমান গনি সিকদার, আবুল কালাম, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ বাহাদুর, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এ কে এম আসাদ, কামাল উদ্দিন, রিদোয়ান উদ্দিন, নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, রিপন দাশ সুজন, জেলা পরিষদ সদস্য আবদুল আলীম, আবদুল গফুর, এস এম আজিজ, আবু ছালেহ শান, মোস্তাক আহমদ, তোফাজ্জল হোসেন, সোহরাব হোসেন, ইমরান, মাসুম, মোহাম্মদ আলী প্রমুখ