সাতকানিয়ায় ৫ জন জয়িতাকে সংবর্ধনা

16

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় গত ৯ ডিসেম্বর সাতকানিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্দনা এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাচিত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আমিলাইষ ইউনিয়নের সুমিত্রা ভট্টাচার্য্য, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী একই ইউনিয়নের রাজিয়া সুলতানা, সফল জননী নারী চরতি ইউনিয়নের ছালেহা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছেফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেন যে নারী আমিলাইষ ইউনিয়নের আমেনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রেখেছেন যে নারী পুরানগড় ইউনিয়নের মমতাজ বেগম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. এমদাদুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমন আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজুয়ান উদ্দিন, কৃষি কর্তকর্তা প্রতাপ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিম শরীফ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনুপম নন্দী, ও সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন। বিজ্ঞপ্তি