সাতকানিয়ায় ফাঁকা সড়ক জমজমাট সাপ্তাহিক হাট

58

করোনা ভাইরাস নিয়ে সরকারের সতর্কতামূলক ব্যাপক প্রচার-প্রচারণার ফলে সাতকানিয়ার সড়ক-মহাসড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি কম হলেও সাপ্তাহিক বাজারসমূহ বেশ জমজমাট দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য ও চাকরির সুবাদে অবস্থান করা বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শহর থেকে লোকজন গ্রামে চলে আসায় গ্রামীণ হাট-বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা বেড়েছে। আর এসব পণ্য সংগ্রহ করতে মানুষ ভিড় করছেন সাপ্তাহিক বাজারে। আর বাজারে ভিড় জমানো মানুষকে ঘরে ফেরাতে সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যায়। এদিকে সাতকানিয়ার সবকটি বেসরকারি হাসপাতালকে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য কমপক্ষে পাচঁটি বেড তৈরি রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ-আলম। করোনা রোগী বাংলাদেশে ধরা পড়ার পর থেকে সরকার অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সব ধরনের গণ পরিবহন বন্ধ, হাট-বাজার বিপণি বিতানসমূহ বন্ধ করে লোকজনকে অপ্রয়োজনে ঘরের বাইরে না এসে ঘরে অবস্থান করার নির্দেশনা জারি করে। সিভিল প্রশাসনের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাট-বাজার, বিপণি বিতান ও সড়ক- মহাসড়কে লোকজনের অবস্থান ঠেকাতে ব্যাপক তৎপরতা শুরু করে। সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ও ঔষধের দোকানের সামনে বৃত্ত অঙ্কন করে দেয়। ফলে লোকজন অনেক সচেতন হয়ে উঠে। এদিকে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের জন্য সরকারি তরফ থেকে সাতকানিয়া উপজেলায় ১০ মে.টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। যা এক হাজার পরিবারের মাঝে বন্টন করে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ-আলম। এছাড়াও সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, থানার ওসি সফিউল কবীর, উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাজালিয়ার চেয়ারম্যান তাপস দত্তসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাবান, মাস্ক, স্যানিটাইজার, চাল, ডাল, তেল বিতরণ করা হলেও হত দরিদ্র মানুষের তুলনায় এসব একেবারে অপ্রতুল বলে মনে করছেন সচেতন মহল।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনজুর মোর্শেদ জানান, সরকারিভাবে করোনা রোগীদের জন্য ১০টি বেড তৈরি করে রাখা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ-আলম বলেন, আমরা শুরু থেকেই জনপ্রতিনিধি,পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি টিম ওয়ার্কের মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করছি। এক্ষেত্রে জনগণের সহযোগিতা অবশ্যই লাগবে। কারণ জনগণ যদি ঘর থেকে বের হয়ে হাট-বাজারে জমায়েত হয় তাহলে কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা আছে। তাই সকলকে ঘরে অবস্থান করার জন্য বলছি আমরা।