সাতকানিয়ায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

18

সাতকানিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল উদ্দিনকে (৪৯) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বেলাল খাগরিয়ার ৪ নম্বর ওয়ার্ডের বিছানাবর বাড়ি এলাকার মৃত আব্দুল কবিরের ছেলে
ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় স্থানীয়রা জাহেদুল ইসলাম (২৪) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। জাহেদুল নিহত বেলাল উদ্দিনের প্রতিপক্ষ স্থানীয় লিয়াকত মেম্বারের অনুসারী হিসেবে পরিচিত। গত বুধবার রাত সাড়ে দশটার দিকে খাগরিয়ার তৈয়ারপাড়া বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেলালকে রাস্তায় ধরে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলালকে হত্যার জেরে গতকাল বৃহস্পতিবার ভোরে তার পক্ষের লোকজন তৈয়ারপাড়া এলাকায় ইউনুচের ২টি বাড়ি, মমতাজ বেগম, বশির আহমদ, নুরুন্নবীর মুদির দোকান ও আহমদ ছফার বাড়িসহ আট-দশটি ঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করে। এতে বেশ কয়েকজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বেলালের সাথে স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী, দেলোয়ার, সাদেকসহ কিছু ব্যক্তির মতবিরোধ চলে আসছিল। পূর্বের বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেলাল তৈয়ারপাড়ায় তার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বটতল এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
নিহতের বড় ছেলে মেহেদী হাসান হিরু বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আমার বাবার সাথে বর্তমান মেম্বার লিয়াকতসহ কয়েকজনের বিরোধ চলে আসছে। বুধবার রাতে ওই বিরোধের মিমাংসার কথা বলে লিয়াকতের লোকজন বাবাকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।’
এ ব্যাপারে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, ‘তৈয়ারপাড়ার পাশের গ্রামে এক নারীর সঙ্গে বেলালের অবৈধ সম্পর্ক ছিল। বুধবার রাতে ওই নারীর বাড়িতে যাওয়ার পথেই এলাকার লোকজন বেলালকে ধরে মারধর করেছে। এতেই তিনি মারা যান।’
খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী বলেন, ‘আধিপত্য বিস্তার, রাজনীতিসহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগ নেতা বেলালকে হত্যা করেছে। এর আগেও প্রতিপক্ষের লোকজন বেলালের উপর হামলা চালিয়েছিল।’
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন বেলালকে হত্যা করেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।’