সাতকানিয়ায় আগুনে পুড়ে গেছে ৬ বসত ঘর

37

সাতকানিয়া পৌরসভায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ সাড়ে ৬ লক্ষাধিক টাকা, আসবাবপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ড ছিটুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে অবস্থান করলেও কোন ধরনের সরকারি ও বেসরকারি কোন সহায়তা পাওয়ার খবর পাওয়া যায়নি। জানা যায়, সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের ছিটুয়াপাড়া এলাকার দরবেশ বাড়িস্থ সামশুল হকের ঘরের ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘর গুলোতে ছড়িয়ে পড়লে সামশুল হকের ঘরসহ টিনের চালা বেড়ার ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় দেড়ঘন্টা স্থায়ী এ আগুনে নগদ সাড়ে ৬ লক্ষাধিক টাকা, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও ঘরের অন্যান্য জিনিষপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরের মালিকরা হলেন, নুর মোহাম্মদ, হারুনুর রশিদ প্রকাশ হারুন, সামশুল হক, মো. জকরিয়া, মো. ইউনুচ ও আমজাদ হোসেন। এ বিষয়ে জানতে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে টেলিফোনে বার বার যোগাযোগ করা হলেও কোন তথ্য জানাতে পারেনি।