সাজেকে জিপ উল্টে শ্রমিক নিহত

29

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জিপ উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাজেক সড়কের এগোজ্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জিয়া মাঝি (৪৫)।
সাজেক থানার এসআই কামরুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে তার পরিববারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সাজেকের মাচালং যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর সদর উপজেলায়। আহতরা হলেন উজ্জল মিয়া (১৬), জহির (১৭), হুমায়ুন (১৭), রিয়ান (২৬) ও মো. আলী (২৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সাজেক থানার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫ জন শ্রমিক হাটহাজারী থেকে দুটি জিপগাড়িতে করে মাচালং যাচ্ছিল। একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা ২০ জনের মধ্যে পাঁচজন আহত হন। স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।