সাঙ্গাকারার চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ

26

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপ সামনে রেখে এখন প্রতিটি দলই প্রস্তুতি নিচ্ছে। দশটি দলের প্রত্যেক দলই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা তার মতো করে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ বেছে নিয়েছেন। তিনি তার একাদশে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে রেখেছেন সৌম্য সরকারকে। একাদশে তিনি চারজন পেসার ও একজন স্পিনার রেখেছেন। চার পেসার হলেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ। তার একাদশে জায়গা পাননি মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমান।
কুমার সাঙ্গাকারার চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।