‘সাগরের’ ইয়াবা ‘সৈকতকে’ দিতে গিয়ে ধরা ইমাম

47

৬ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়লো ওমর ফারুক (৪৪) নামে মসজিদের এক ইমাম। গতকাল বুধবার ভোরে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক ঢাকার ধামরাই থানা এলাকার আলী আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ফিরিঙ্গিবাজার এলাকায় কক্সবাজার থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় জিজ্ঞাসাবাদে ওমর ফারুক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এসময় তার শরীর তল্লাশি করে কোমরে ও পাঞ্জাবির পকেটে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো. মহসিন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ওমর ফারুক ঢাকার ধামরাই থানার হরিদাসপুর এলাকার একটি জামে মসজিদে ১৫ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ওই এলাকায় একটি নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করেন। বেশি আয়ের আশায় তিনি মসজিদে ইমামতি ও মাদরাসার শিক্ষকতা ছেড়ে ইয়াবা পাচারের কাজে জড়িত হন। এ পর্যন্ত ৬ বার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় সরবরাহ করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন ওমর ফারুক।’
ওসি বলেন, ‘কক্সবাজার থেকে সাগর নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় সৈকত নামের আরেকজনের কাছে হস্তান্তরের কথা ছিল। এভাবে প্রতিবার ইয়াবা নিয়ে গেলে ১২-১৫ হাজার টাকা পান বলে সে আমাদের জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’