সাকিব অধিনায়কত্ব করতে ‘মানসিকভাবে প্রস্তুত’ নন

38

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, কোনো ফরম্যাটেই তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে প্রস্তুত নন। তিনি চান, আগামী চার বছরে দলের জুনিয়র খেলোয়াড়দের বেশি দায়িত্ব দেয়া হোক। তবে সাকিব জানেন যে, এই মুহূর্তে তার অধিনায়কত্ব দলের খুব প্রয়োজন।
সাকিব আল হাসান বলেছেন, ‘আমি টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের অধিনায়ত্ব করতে মানসিকভাবে প্রস্তুত নই। কিন্তু বর্তমানে দলের অবস্থা ভালো না। সুতরাং আমি বুঝছি যে, দলকে ভালো জায়গায় আনতে আমাকে নেতৃত্ব দিতে হবে। অন্যথায়, কোনো ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেয়ার আগ্রহ আমার নেই। আমি যদি অধিনায়কত্ব না করি তাহলে নিজের উপর বেশি গুরুত্ব দিতে পারব। এটি দলকে সাহায্য করবে।’
তিনি বলেছেন, ‘আমি চাই দলের জুনিয়র খেলোয়াড়রা বেশি দায়িত্ব নিক। সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুতরাং, সামনের চার বছর নিয়ে আমাদের পরিকল্পনা করা উচিত।’
সাকিব এই দ্বিতীয় মেয়াদে পূর্ণ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের এপ্রিলে মাশরাফি বিন মর্তুজা অবসর নিলে ওই ফরম্যাটে সাকিব অধিনায়ক করা হয় সাকিবকে। ওই বছরের ডিসেম্বরেই তার কাঁধে টেস্টের অধিনায়কের দায়িত্বও দেয়া হয়।