সাকিবের পেছনেই ছুটবে রংপুর রাইডার্স

33

ঘটা করেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের নতুন সাইকেল ঘোষণা করলে চুক্তিটি ভিত্তিহীন হয়ে পড়ে। বিসিবি জানায় সাকিবের সঙ্গে রংপুরের চক্তিটি বৈধ নয়। তবে এখনই সাকিবের আশা ছেড়ে দিচ্ছে না দলটি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক জানিয়েছেন তাঁরা সাকিবের দিকেই ছুটবেন। এ প্রসঙ্গে ইশতিয়াক বলেন, যেহেতু বোর্ড বলেছে যে তাঁরা দুজন বা তিনজন বিদেশি সঙ্গে চুক্তি করার সুযোগ দিবে। যদি বিদেশিদের সরাসরি চুক্তি করার সুযোগ দেয়া হলে কেন একজন দেশি ক্রিকেটার সরাসরি নয়। আমি এই কথাই বলেছি। যেহেতু রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে চুক্তি করেছে তাই সাকিবের দিকেই ছুটবে।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী বলেছেন, গতবছরও সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিপিএল গভর্নিং বডির সঙ্গে দুটি মিটিং হয়েছিল। তাঁরা বলেছিল, হয়তো চুক্তি শেষ হয়ে যাবে কিন্তু নিয়ম কানুন সব একই থাকবে। এরই প্রেক্ষিতে আইকন ক্যান মুভ ফ্রিলি এর উপর ভিত্তি করেই আমরা দল সাজিয়েছিলাম। কারণ আর বেশীদিন বাকি নেই, চার পাঁচ মাস। তারাও তাদের ভুল স্বীকার করেছে। আশা করছি সবার সাথে মিলে একটা সিদ্ধান্তে আসবে।