সাইফুদ্দীনের গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

37

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারীর মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল রবিবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব আল্লামা এম এ মতিন একযুক্ত বিবৃতি বলেন, মোমবাতি প্রতীকের গণজোয়ারে ভীত হয়ে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামী ফ্রন্টকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু হুমকি দিয়ে হামলা করে জনগণের রায় কেড়ে নেয়া যাবে না। ইসলামী ফ্রন্ট প্রার্থী সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর গাড়ীবহরে হামলাকারী সন্ত্রাসীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারমূলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, ফটিকছড়িতে সুষ্ঠু ভোটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মোমবাতি প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে। আমরা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়।
উল্লেখ্য গতকাল বিকালে ফটিকছড়ি ভুজপুর কাজিরহাটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাদা সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারীর মোমবাতি প্রতীকের নির্বাচনী গণসংযোগকালে গাড়ি বহরে সন্ত্রাসী হামলা হয়। এতে ১১জন আহত ও ৪টি গাড়ি ভাঙচুর হয়। খবর বিজ্ঞপ্তির