সাইফউদ্দিন বিপ্লব রেড জোনে

16

করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সবশেষ শারীরিক অবস্থা জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ‘কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’ নামে যে অ্যপাটি গতকাল থেকে চালু করেছে তার দেওয়া তথ্যানুযায়ী জাতীয় দলের দুই ক্রিকেটারর মোহাম্মদ সাইফদ্দিন ও আমিনুল ইসলাম বিপ্লব রেড জোনে। গতকাল যখন তারা অ্যাপসের মাধ্যমে বিসিবিকে তথ্য দিচ্ছিলেন তখন অ্যাপস লাল বর্ণ ধারণ করে। তার মানে এই নয় দুই ক্রিকেটারই করোনা ঝুঁকিতে আছেন।
এই লাল সংকেতের মানে হচ্ছে তাদের শরীরের কোথাও সমস্যা আছে। এবং তা নিরসনে বিসিবির সংশ্লিষ্টদের কথা বলতে হবে। আমিনুল ইসলাম বিপ্লবের শরীরে আগে থেকেই অ্যাজমা আছে। আর মোহাম্মদ সাইফউদ্দিন গত দুই দিন যাবৎ জ্বরে ভুগছেন এবং তিনি খাবারের কোনো স্বাদ পাচ্ছেন না।
দেশের করোনা পরিস্থিতির যে বেহাল দশা তাতে কারো স্বাস্থ্য নিয়েই এই মুহূর্তে বিন্দু মাত্র স্বস্তিতে থাকার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও অনুরুপ ঘটনা ঘটেছে।