সলিমপুর ফৌজদারহাট কে.এম হাই স্কুলের বছরপূর্তি অনুষ্ঠান

115

তিন হাজার বছরের মধ্যে তিনিই সর্বপ্রথম স্বাধীন বাঙ্গলার রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ইতিহাস জানতে হবে, গভীরে গিয়ে আমরা একটি টেকশই জাতি, একটি উন্নয়নশীল জাতি,আজকের ফৌজদারহাট কে.এম হাই স্কুলটি এই অঞ্চলে জ্ঞাতি অর্জন করেছে। তারাই মধ্যে কাট্টলী স্কুল, ফৌজদারহাট কে.এম.হাই স্কুল ও সীতাকুন্ড আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়া অতদ অঞ্চলে কোন স্কুল ছিল না।
আজকে শ্রদ্বার সাথে স্বরণ করতে চায় এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খয়রাতি মিয়া ও তার পরিবারের প্রতি আমি শ্রদ্বা জ্ঞাপন করছি। উপজেলার সলিমপুর ফৌজদারহাট কে.এম.হাই স্কুলের পঁছানব্বই ব্যাচের পঁচিশ বছর পূর্তিতে গত সোমবার স্কুলের ছাত্র উদযাপন কমিটির আহবায়ক কাজী মো. বাবুল খানের সভাপতিত্বে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ড. মো. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন আজম শাহ’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিজয় স্বরণী বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, আলহাজ এ.কে.এম জাফর উল্লাহ্, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. কায়সারুল আলম, সীতাকুন্ড প্রেস ক্লাবের সদস্য ও ৯৫ ব্যাচের ছাত্র সাইদুল হক, সহকারি প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি দৌহিত্র লায়ন মো. কামাল উদ্দিন, বাহাদুর খান, আমজাদ হোসেন প্রমুখ।