সর্বোচ্চ সম্মাননা পেলো রেডিসন ব্লু চট্টগ্রাম

76

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকাবিশিষ্ট আন্তর্জাতিক মানের অভিজাত হোটেলটি ভূষিত হলো সেফ হোটেল এলায়েন্স এর সর্বোচ্চ সম্মানে। এক্সিকিউটিভ সার্টিফিকেশন নামের এই সম্মাননা অর্জন হোটেলটির সর্বোচ্চ মানের সেবার অন্যতম সফলতার ফসল। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ সুপরিচিত এর অভিজাত ও গুণগত গ্রাহক সেবা প্রদানের জন্যে। নান্দনিক স্থাপত্য শৈলী, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দেশ-বিদেশের বাহারি পদের সুস্বাদু খাবার, অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও বিশ্বমানের সেবার কারণে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ ইতোমধ্যে আস্থা অর্জন করেছে সবার।
বিভিন্ন শ্রেণি ও পেশায় কর্মরত ব্যক্তিদের পাশাপাশি রেডিসন ব্লু চিটাগং বে ভিউ ইতোমধ্যে আস্থা অর্জন করেছে দেশি এবং আন্তর্জাতিক অঙ্গণে কাজ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও। প্রতিষ্ঠার মাত্র তিন বছরেই রেডিসনের সেবা নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জি, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়া সুইজুমি, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগ্নাটভ, থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যান পিমন সুয়ান্না পঙ্গে, ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি ইউনথার, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট, কেনিয়ার হাই কমিশনার ফ্লোরেন্স আইমিসা ওয়েচে, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক, সম্প্রতি বাংলাদেশ সফরে আসা শ্রীলংকা ক্রিকেট দলসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেট দল।
সুবিশাল দৃষ্টিনন্দন দুইটি পিলারলেস হলরুম, চারটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, ১৫টি মিটিং ও কনফারেন্স রুম, ৩টি বার, সুইমিংপুল, স্পা সেন্টার, জিমনেশিয়াম, বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট, রয়্যাল স্যুট, জুনিয়র স্যুটসহ বিজনেস ক্লাস রুম এবং স্যুপেরিয়র রুমের কারণে বড় পরিসরে যে কোনো ব্যবসায়িক, সামাজিক কিংবা সাংস্কৃতিক আয়োজনে রেডিসন ছিল বরাবরই সবার পছন্দের শীর্ষে।
প্রতিষ্ঠানটির নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় দেশের বৃহত্তম শিল্পগ্রুপ এস আলম, ইউরো স্টার, বেঙ্গল শিপিং লাইনসহ একাধিক বনেদি পরিবারের সদস্যদের বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়ে উঠে বর্ণিল।
অন্যদিকে, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে হোটেলটির অবস্থান হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সুবিধাসহ নানা কারণে একাধিক টেলিকম কোম্পানি, আবাসন শিল্প প্রতিষ্ঠানসহ শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলো তাদের বিভিন্ন মেলা, অনুষ্ঠান আয়োজনেও আস্থা রেখেছে রেডিসনে। বিজ্ঞপ্তি