সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল আবুল খায়ের গ্রুপের দুই প্রতিষ্ঠান

16

আবুল খায়ের গ্রপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং এবং আবুল খায়ের ট্যোবাকো ব্যবসা ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারী হিসাবে যথাক্রমে চট্টগ্রাম ও ফেনী জেলা থেকে সম্মাননা পেয়েছে। সম্প্রতি আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এবং কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) একাস্টম্স, এক্সাইজ্ ও ভ্যাট কমিশনারেট এর আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার এনামুল হক এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
কুমিল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মোহাম্মদ গোলাম নবী এবং বিশেষ অতিথি ছিলেন বার্ড মহাপরিচালক মো. শাহজাহান, কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা মো. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি