সর্প-দংশন ও প্রতিকার বিষয়ক সেমিনার চবিতে

37

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদ এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ আয়োজনে ‘সাপ, সর্প-দংশন, তার প্রতিকার ও চিকিৎসা’ শীর্ষক এক সেমিনার ৭ আগস্ট ২০১৯ সকাল সাড়ে ১০টায় চবি জীব বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন এবং ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। সেমিনার বক্তা ছিলেন বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ভাইস-প্রেসিডেন্ট চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. ফরিদ আহসান।
প্রধান অতিথি তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জনান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, অরণ্য ঘেরা পাহাড়ী ও সমতল ভূমিতে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৃতিক সৌন্দর্যের অনন্য এক লীলাভূমি। পাহাড় ও অরণ্য ঘেরা হওয়ায় বিভিন্ন বন্য পশু-পাখি ও সরীসৃপ জাতীয় প্রাণির বিচরণ রয়েছে এখানে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ সকল প্রাণি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে সাপ একটি উল্লেখযোগ্য প্রাণি। তিনি বলেন, সাপ দেখলেই আমরা ভীত হয়ে হত্যা করার চেষ্টা করি। এটি ঠিক নয়, এ জাতীয় মনোভাব আমাদের সকলের পরিত্যাগ করা উচিৎ। অন্যান্য প্রাণির মতো সাপও প্রকৃতির বন্ধু এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে সাপের ভীতি দূর করতে এবং সাপের দংশন, এর প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতে এ ধরণের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. শওকত আরা বেগম-এর সভাপতিত্বে এবং চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলামের পরিচালনায় সেমিনারে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি