সরিষা আবাদের দিকে ঝুঁকছে ফটিকছড়ির কৃষকরা

131

চাষ বেশি লাভজনক হওয়ায় ফটিকছড়ির কৃষকরা দিনদিন সরিষার আবাদের দিকে ঝুঁকছে। চলতি রবি মৌসুমে এখন পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেয়ায় সরিষার বাম্পার ফলনের আশা করছে এখানকার কৃষকরা। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার মাঠে-প্রান্তরে যেদিকে চোখ যাচ্ছে হলুদ রঙের সরিষা ফুলের চোখ ধাঁধাঁনো বর্ণিল সমারোহে হৃদয়-মন তৃপ্ত হয়ে যাচ্ছে। আর মৌমাছিসহ বিভিন্ন পাখির গুণগুণ শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর। সরিষা ফুলের ঢেউয়ে কৃষকের মন দুলিয়ে যাচ্ছে। কৃষকরা জানান, চলতি রবি মৌসুমে এখন পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়নি। পাশাপাশি চাষের পরিবেশ অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। যথাসময়ে ঘরে তুলতে পারলে সরিষার বিক্রয়মূল্য ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকরা আরো জানান, শুরুর দিকে পোকামাকড়ের আক্রমণ থাকলেও বিষ প্রয়োগ করলে অনেকটা রোগ-বালাই মুক্ত রাখা সম্ভব হয়েছে। কৃষি অফিস থেকে তেমন সহযোগিতা পাননি বলে তার অভিযোগ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, এবার রবি মৌসুমে ৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গতবার বছর ৭০ হেক্টর জমিতে ৯০ মেট্টিক টন সরিয়ার আবাদ হয়েছিল। এবার লক্ষমাত্রা ধরা হয়েছে ১শ মেট্টিক টন। গতবারের চেয়ে এবার উৎপাদন আরো বেশি হবে। তিনি আরো বলেন, সরকারিভাবে কৃষকে বারি ১৪, বারি ১৫ উন্নত জাতের বীজ এবং বীজ সংরক্ষণের জন্য ড্রাম, মধু উৎপাদনের জন্য মৌ বক্স স্থাপন করা হয়।