সরিষার তেলের ওপর ৫% ভ্যাট প্রত্যাহার দাবি

149

বাজেটে সরিষার তেলের ওপর ৫% হারে মূল্য সংযোজন কর প্রদানের প্রস্তাব করা হয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পণ্যটির বাজার মূল্য বৃদ্ধি পাবে। এতে সরিষার তেল উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ বাজারে টিকে থাকতে পারবে না। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের মূল্য অস্বাভাবিক হারে হ্রাস পাওয়ায় বর্তমানে দেশের ভোজ্য তেলের ভোক্তা কম মূল্যে সয়াবিন ও পাম ক্রয়/ ভোগ করায় দেশীয় কৃষি শিল্পে উৎপাদন সরিষার ভোগ/ বিক্রয় প্রায় বন্ধের পথে।
কৃষি জাত পণ্য হিসাবে অতীতের ন্যায় সরিষার তেলের উপর আরোপিত ৫% ভ্যাট প্রত্যাহার করে দেশীয় শিল্পকে আর্থিক উন্নতির বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছে চট্টগ্রাম সরিষার তেল কল মালিকরা। তাদের পক্ষ থেকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলমকে স্মারক লিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি