সরলরেখা

42


তৃষ্ণা কাতর বুকে এসে ঢেউ দেয়
জলের শীতল
একটিবার নতজানু হই
তাঁর সরলতার কাছে যে কেউ
সরল হয়ে উড়ে

ছলছল চোখে ফুটে ওঠে মাটির রশ্মি
কোমল আশ্রয় পেতে ছড়িয়ে আছে
ঘাসের সংসার
এইসব যাপনের বসতি ঘেঁষে
হেঁটে যায় ভোরের আগামী