সরফভাটায় নদী ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রমের উদ্বোধন

48

রাঙ্গুনিয়ায় নদী ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই রাঙ্গুনিয়ার বিভিন্ন ভাঙনকবলীত এলাকায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিক প্রচেষ্টায় বরাদ্দকৃত ৩৯০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে উপজেলার সরফভাটা ইউনিয়নেও ভাঙন কবলিত এলাকায় বøক স্থাপন করা হচ্ছে। গত ১৪ নভেম্বর পশ্চিম সরফভাটা পাইট্টেলিকুল মৌলানাগ্রামে ব্লক স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মৌলানাগ্রাম নদীপাড়ে ব্লক স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রকৌশলী আনোয়ার হোসেন রুবেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি উন্নোয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ। বিশেষ অতিথি সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আবুল কালাম মেম্বার, আবুল কালাম চৌধুরী, নবীর হোসেন তালুকদার, আবদুল সবুর রাজু, আহসান উল্লাহ, সাইদুর রহমান তালুকদার, মো. ইদ্রিছ মেম্বার, মো. মাসুদ মেম্বার, খোরশেদ আলম সুজন, মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী, মো. ইসমাঈল মেম্বার, হাবিব উল্লাহ বাহার, মো. আলী মেম্বার, মো. জাহাঙ্গীর মেম্বার, মো. নাজের মেম্বার, রিজিয়া আক্তার, মো. কাসেম, আমিনুল ইসলাম, মো. জাফর, মাহবুব সিকদার, জামাল উদ্দিন, সাইফুল্লাহ চৌধুরী, মার্শাল টিটু, মো. কামাল, মো. শহিদুল্লাহ, মো. কামাল, মো. সেলিম, রাসেল রাসু, সোহেল আরমান, আরিফুল ইসলাম সারেক, মো. বেলাল, এজিএস মো. রহমত, মো. সবুজ, মো, শাহেদ, মো. জাহেদ প্রমুখ। শেষে কর্ণফুলী নদীতে ভাঙন প্রতিরোধক জিআর ব্যাগ ফেলে ব্লক স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সরফভাটার সবচেয়ে ভাঙন কবলিত এলাকা পাইট্টেলিকুল মৌলানা গ্রাম। এই গ্রাম দিয়ে গত ২০ বছরে অন্তত ৫শ বসতঘর নদী গর্ভে বিলীন হয়েছে। এই সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি তাদের ব্লক স্থাপনের আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে তা করেনি। পরবর্তীতে ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের হাত ধরে অবশেষে ভাঙন প্রতিরোধে এই এলাকা দিয়ে ব্লক স্থাপিত হতে যাচ্ছে।