সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করছে : দীপংকর তালুকদার

27

সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকার দেশের সব জায়গায় স্বাস্থ্যের উন্নয়নের কাজ করছে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া যদি চিরতরে বন্ধ করা হয় তাহলে এ পার্বত্য এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে। বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, একটা জাতিকে স্স্থুভাবে গড়ে তুলতে হলে স্বাস্থ্যের কোন বিকল্প নাই, সে লক্ষ্যে সরকার শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করছে মঙ্গলবার সকাল ১০টার সময় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, সিভির সার্জন শহীদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিং মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ডাঃ রুইহলাঅং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ সম্পাদন হওয়ায় সংসদ সদস্য মেসার্স অনিক ট্রেডিং কর্পোরেশন ট্রিপ এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানায়। তিনি আরো বলেন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল উন্নত করার পদক্ষেপ গ্রহণ করছে সরকার। বাংশাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ স্বাস্থ্য শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও আমাদের তিন পার্বত্য এলাকার জনগোষ্ঠি বিভিন্নভাবে পিছিয়ে ছিল। তাই শেখ হাসিনার সুদৃষ্টিতে আমাদের রাঙামাটি জেলার ১০ উপজেলার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৫টি উপজেলায় এ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন চলছে।