সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছে : সচিব শহিদুল হারুন

128

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা মো. শহিদুল হারুন বলেছেন, বর্তমান সরকার সবার জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করেছে। ভাল মন মানসিকতার শিক্ষার্থী তৈরি করতে না পারলে আমরা এগুতে পারবো না। বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষায় মেয়েরা এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাল মানুষ হওয়ার পাশাপাশি বহু প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আপনার সন্তানকে ভালবাসুন, সময় দিন, তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে ভালমন্দ বুঝার মনমানসিকতা তৈরি করুন। শিশু শ্রম, বাল্য বিবাহ, যৌতুক, মাদককে না বলুন। বর্তমান সরকার সবার জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের স্বপ্নকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের সুশিক্ষিত করার উপর গুরত্বারোপ করেন তিনি।
শনিবার বিকালে বাংলাদেশ মানবাধিকার ও সংবাদ সংস্থার মেধা বৃত্তি পরীক্ষা’১৯ এর সনদ ও পুরস্কার বিতরণী সভা দোহাজারীস্থ রূপনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা মো. শহিদুল হারুন। মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আকাশ। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইন্সপেক্টর মনিরুল ইসলাম ভুইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, আ’লীগ নেতা আবদুল শুক্কুর, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো.দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা কৃষলীগের যুগ্ম সম্পাদক নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, প্রকৌশলী জসিম উদ্দীন জনি, মো. লোকমান হাকিম, আবদুল গফুর রব্বানী। সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মানবাধিকার নেতা দিদারুল হক দস্তগীর, ফয়েজুল হক দস্তগীর, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, এমএ হামিদ, শিক্ষক অরুন ধর প্রমুখ। সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছে : সচিব শহিদুল হারুন
চন্দনাইশ প্রতিনিধি