সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে : এমপি নজরুল

37

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্দব সরকার। শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রনালয়ের নতুন নতুন কর্মকৌশল শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সরকার শিক্ষার উন্নয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, বৈজ্ঞানিক সরঞ্জাম, একাডেমিক ভবন, বছরের প্রথম দিন বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, আগামীতে শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করে চলেছে। প্রতি বছরের ন্যায় এ বছর ও চন্দনাইশ শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। গত ২১ অক্টোবর সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ’১৯ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, চেয়ারম্যান যথাক্রমে আহমদুর রহমান ভেট্টা, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, মো. মোরশেদুল আলম, শেখ টিপু চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জামাদি ও ক্রীড়া সামগ্রি বিতরণ করেন। চন্দনাইশ উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ ২০১৯ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত সোমবার উপজেলা অডিটোরিয়াম হলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ক্রেস্ট তুলে দেন আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি।