সরকার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে

13

যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে সরকার। মানুষের জীবন মান বৃদ্ধিতে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। মানুষের কল্যাণে যা করা প্রয়োজন সরকার সব করবে। উদ্বোধনকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কাপ্তাই সড়কের লক্কর-ঝক্কর বাসের বিষয়ে সাধারণ যাত্রীদের মাঝে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এছাড়া গণপরিবহনের সংকট নিরসনে উন্নতমানের এ বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সাধারণ যাত্রী সাধারণ উপকৃত হবে বলে আমি আশা করি। সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগানে নতুন বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন। চট্টগ্রামÑকাপ্তাই সড়কের গণপরিবহন সংকট নিরসনে এবি ট্রাভেলস্ নামে নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রি ছ আজগর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, রাসেল চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, মো সাইফুল আলম প্রমুখ। এদিকে এবি ট্রাভেলস নামে নতুন এ বাস সার্ভিসে টাইম সিডিউল মোতাবেক নিরবিচ্ছিন্ন সার্ভিস, কাউন্টার ভিত্তিক যাত্রী উঠানামা, ই-টিকেট সিস্টেম দ্বারা পরিচালনা, শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত দক্ষ ড্রাইভার, শ্রমিক ও সুপারভাইজার দ্বারা পরিচালনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কাপ্তাই থেকে বহদ্দারহাট পর্যন্ত এ.বি ট্রাভেলস বিভিন্ন কাউন্টার চালু করা হয়েছে। সম্প্রতি বহদ্দারহাটে এসব কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।