সরকার মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে

51

গত বুধবার সকালে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল খাতের উন্নয়নের ধারাবাহিকতায় মৎস্য খাতের উন্নয়নেও নানামূখী পদক্ষেপ নিয়ে সাফল্যের সাথে কাজ করছে। মৎস্যজীবি লীগের নেতাকর্মীরা এসব পদক্ষেপ আরো দ্রæততা ও নিপুনতার সাথে বাস্তবায়নে মৎস্যজীবিদের উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখছেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশের উন্নয়নে মৎস্য সম্পদকে কাজে লাগাতে দেশের জলসীমা হতে মৎস্য আহরনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়া থেকে ১০টি জাহাজ কিনেছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমায়ের সাথে আন্দর্জাতিক আদালতে লড়াই করে সমুদ্রসীমা বিজয় করেছেন। অর্জিত বিশাল জলসীমাকে কাজে লাগিয়ে, আভ্যন্তরীন জলাভূমির সর্বোত্তম ব্যাবহারের মাধ্যমে মৎস্য সম্পদের উন্নয়ন অব্যাহত রেখেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবি লীগ মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক জাফর আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হাজী কামরুল হুদা চৌধুরী, সদস্য সরোয়ার জাহান চৌধুরী, সদস্য মো. নিজাম উদ্দিন, সদস্য সহিদুল ইসলাম স্বপন, মেহেদী রিপন, ইফতেখার আলম, আশিকুর রহমান, আবদুর রহিম, নজরুল ইসলাম, মহিউদ্দিন, জাহেদুল ইসলাম, জাফর আহমদ, নুরুল কবির বাবুল, মো. ইকবাল, জসিম উদ্দিন, মাহমুদুল হক, ডাঃ একরামুল হক, আবুল আলম আজাদ, ইমাম উদ্দিন, আসাদুজ্জামান, মো. আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি